ছবি : ঢাকা ইনসাইটস
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে গবেষণা, শৃঙ্খলা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার জন্য শিক্ষক, বিভাগ, এবং শিক্ষার্থীদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র মাননীয় উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম, বিএসপি, এনডিসি এএফডব্লিউসি, পিএসসি এমফিল, পিএইচডি। তিনি বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অবদানের জন্য শিক্ষক, বিভাগ এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে গবেষণা, শিক্ষায় উৎকর্ষ, নেতৃত্ব, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সাফল্য অর্জনকারীরা স্থান পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বিইউপি’র প্রতিভা অনুসন্ধান ও বিকাশে প্রতিশ্রুতিশীল ভূমিকার প্রতিফলন। এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, শ্রেষ্ঠত্ব ও নৈতিকতা প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের অব্যাহত প্রচেষ্টারই একটি উদাহরণ।
উল্লেখযোগ্য যে, বিইউপি গবেষণাভিত্তিক জ্ঞান সৃষ্টির লক্ষ্যে গবেষণা কার্যক্রমে বরাবরই বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। অনুষ্ঠানে বিইউপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
বিইউপি এই আয়োজনে আরও একবার প্রমাণ করে যে, তারা শুধু একাডেমিক শ্রেষ্ঠত্বেই নয়, বরং গবেষণা ও নেতৃত্ব এবং শৃঙ্খলার ক্ষেত্রেও এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
মতামত