ছবি : সংগৃহীত
আজ ১০০টি ট্রাক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক অফিস। সংস্থাটির মুখপাত্র জেনস লার্কে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা গাজায় আরও ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি। যা গতকালের চেয়ে অনেক বেশি।” কতগুলো ট্রাক? এমন প্রশ্ন করলে তিনি বলেন, “প্রায় ১০০টি”।
গতকাল সোমবার করিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় ট্রাকগুলো ঢুকে। ইসরায়েলিরা এ নিয়েও মিথ্যাচার করেছে। তারা বলেছে গাজায় ৯টি ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু জাতিসংঘের এ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দখলদাররা মাত্র পাঁচটি ট্রাক প্রবেশ করতে দেয়।
আজ গাজায় যেসব ত্রাণ ঢুকবে সেগুলো পুরোনো পদ্ধতি ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেনস লার্কে। তিনি বলেছেন, “পরবর্তী কাজ হলো এগুলো সংগ্রহ করা। এরপর ত্রাণগুলো পুরোনো পদ্ধতিতে বিতরণ করা হবে। যেটি কার্যকর হিসেবে প্রমাণিত। নতুন করে যে ট্রাকগুলো ঢুকবে সেগুলোতে শিশুদের খাবার এবং পুষ্টিকর খাদ্যসামগ্রী রয়েছে।”
এদিকে গাজায় এতদিন জাতিসংঘ ও অন্যান্য আরও বেসরকারি সংস্থা ত্রাণ বিতরণের কাজটি করত। কিন্তু দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে নতুন একটি সংস্থা খুলে এগুলো বিতরণের কথা বলছে। কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মতামত