ছবি : ঢাকা ইনসাইটস
তারেক রহমানের নির্দেশনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
সোমবার (১৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, জিয়া চত্বর এবং বিজয়-২৪ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।
জানা যায়, সোমবার বিকেল ৫টায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এর পূর্ব অংশের খালি জায়গায় হাসনাহেনা গাছ, জিয়া চত্বর এবং বিজয়-২৪ হল প্রাঙ্গণে কাঠবাদাম, আমলকীসহ অন্যান্য গাছ রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফায়েত সজল বলেন, "তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার। সেই ধারাবাহিকতায় আজ অনুকূল পরিবেশ পেয়েছি বলে শহীদ মিনার, হল প্রাঙ্গণ এবং জিয়া চত্বরে কুবি ছাত্রদলের সহযোদ্ধাদের নিয়ে আমরা প্রথম ধাপে বৃক্ষরোপণ করেছি। ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে।"
এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফায়েত সজল, আহবায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাতসহ দলটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত