শিক্ষাঙ্গন

বৃহস্পতিবার চবি সাংবাদিক সমিতির নির্বাচন

প্রিন্ট
বৃহস্পতিবার চবি সাংবাদিক সমিতির নির্বাচন

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৯ মে ২০২৫, রাত ৯:৩৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি - ২০২৫'র নির্বাচন আগামী বৃহস্পতিবার(২২ মে) অনুষ্ঠিত হবে।

এতে মোট ৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগ্রহী প্রার্থীরা ১৯ ও ২০ মে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

গতকাল রবিবার (১৮ মে) দুপুরে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ ও সাঈদ বিন কামাল চৌধুরী নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

তফসিল সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন সংগঠনের সদস্যরা। এছাড়া মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পাবেন প্রার্থীরা। একইদিন দুপুর ২ টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন ভোট গণনা শেষে দুপুর ২ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।  

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. নুরুল হামিদ বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরও যথাযোগ্য উৎসবের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে পেরে আমি আনন্দিত। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচন প্রক্রিয়া চবিসাসের গণতান্ত্রিক চর্চার একটি অংশ। সঠিক প্রক্রিয়ায় নির্বাচিত কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে শিক্ষার সার্বিক পরিবেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখবে বলে আমি প্রত্যাশা করি। চবিসাসের সকল সদস্যদের প্রতি শুভ কামনা।