শিক্ষাঙ্গন

নজরুল পদক ২০২৫: গবেষণায় ড. রশিদুন্ নবী ও সংগীতে ইয়াকুব আলী খান

প্রিন্ট
নজরুল পদক ২০২৫: গবেষণায় ড. রশিদুন্ নবী ও সংগীতে ইয়াকুব আলী খান

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৯ মে ২০২৫, সন্ধ্যা ৭:৫১ আপডেট : ১৯ মে ২০২৫, সন্ধ্যা ৭:৫৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘নজরুল পদক ২০২৫’-এর জন্য গবেষণায় অধ্যাপক ড. রশিদুন্ নবী এবং সংগীতে জনাব ইয়াকুব আলী খানকে মনোনীত করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটির সভায় তাঁদের নাম চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নজরুল চেতনার বহুমাত্রিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের এই সম্মাননা প্রদান করা হচ্ছে। ‘নজরুল পদক’ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা, যা প্রতিবছর সাহিত্য, সংগীত, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের প্রদান করা হয়।

তথ্যসূত্র অনুযায়ী, আজকের সভায় এই মনোনয়ন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), যিনি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আগামী মাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।