ছবি : ঢাকা ইনসাইটস
নেত্রকোণার দুর্গাপুরে বিষপান করে সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। তিনি উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। দীর্ঘদিন যাবত শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
সোমবার (১৯ মে) সকালে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,বিষপানের পর রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থার সন্তোষ দেবনাথ মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৭টার দিকে নিজ বসত ঘরে সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকেন সন্তোষ দেবনাথ। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী পুস্প দেবনাথ (৫৫) চিৎকার করতে থাকেন। পরে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে বীর মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে অটো রিকশাযোগে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সেখানে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মতামত