ছবি : ঢাকা ইনসাইটস
শেরপুরের নালিতাবাড়ীতে মৃতপ্রায় একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে জবাইকৃত মাংসও জব্দ করা হয়।
রোববার (১৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে নালিতাবাড়ী পৌর শহরের মাংস মহলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল।
প্রশাসন সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে এক মাংস ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় একটি অসুস্থ ও মৃতপ্রায় গরু কিনে তা কোনো স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করতে শহরের মাংস মহলে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববিকে জানান। পরে তার নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষ স্বীকার করা ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জবাইকৃত মাংস জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি চক্র রাতের আঁধারে ও ভোরবেলায় অসুস্থ গরু কম দামে কিনে তা পরীক্ষা ছাড়াই জবাই করে বাজারজাত করে আসছে।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অনৈতিক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মতামত