সারাদেশ

নালিতাবাড়ী থেকে পাচারকালে হালুয়াঘাট ও নকলায় ১৬ ট্রাক অবৈধ বালু জব্দ

প্রিন্ট
নালিতাবাড়ী থেকে পাচারকালে হালুয়াঘাট ও নকলায় ১৬ ট্রাক অবৈধ বালু জব্দ

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৭ মে ২০২৫, দুপুর ১২:৫৫

শেরপুরের নালিতাবাড়ী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পাচারের সময় ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নকলা উপজেলায় ১৬টি বালুবাহী ট্রাক ও ডাম্পট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) পৃথক দুটি অভিযানে এসব যানবাহন আটক করা হয়।

শেরপুর জেলা প্রশাসনের নির্দেশনায় চলতি বৈশাখ মাস থেকে জেলার সাতটি বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে নির্দেশ উপেক্ষা করে কিছু অসাধু চক্র নদী থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোরে নকলা বাইপাস দিয়ে পাচারের সময় ৬টি ট্রাক আটক করে স্থানীয় যুবদল ও শ্রমিক দলের কয়েকজন নেতাকর্মী। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ট্রাকগুলো থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক।

অন্যদিকে, একই দিন বেলা ১১টার দিকে হালুয়াঘাট শহর এলাকায় অভিযান চালিয়ে আরও ১০টি বালুবাহী ট্রাক-ডাম্পট্রাক জব্দ করে হালুয়াঘাট থানা পুলিশ। এসব বালুও নালিতাবাড়ী এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, জব্দ করা ট্রাকগুলোর মালিকানা যাচাইসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।