ছবি : সংগৃহীত
নিউইয়র্কে বসেই পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পাওয়ার খবর পান। তাঁর ভারতীয় এজেন্ট রুদ্র দীপের চেষ্টায় সুযোগটা মিলেছে। ভারত-পাকিস্তান সামরিক লড়াইয়ের কারণে অনেক বিদেশি পিএসএলে ফিরতে রাজি হননি। এই সুযোগে সাকিবের ভাগ্যের শিকে ছেঁড়ে।
পাঁচ মাস পর আবার প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে খেলার সুযোগ পেলেন সব্যসাচী ক্রিকেটার। পিএসএল আজ থেকে মাঠে গড়ালেও সাকিবের দলের ম্যাচ কাল পেশোয়ার জালমির সঙ্গে।
মতামত