শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী একটি লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি সজারুর (Porcupine) ছানা উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার উত্তর কাটাবাড়ি গ্রাম থেকে ছানাটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, কয়েকদিন আগে একটি সজারু তার ছানাকে সঙ্গে নিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। এ সময় কিছু কুকুর তাদের ধাওয়া করলে সজারুর ছানাটি আতঙ্কিত হয়ে পালিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দা ক্লিন ম্রংয়ের বাড়িতে আশ্রয় নেয়।
ক্লিন ম্রং মানবিকতার পরিচয় দিয়ে ছানাটিকে সন্তানের মতো করে পরিচর্যা করতে শুরু করেন। পরে তিনি বিষয়টি স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তাকে জানান। খবর পেয়ে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীর নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছানাটি উদ্ধার করে।
রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, “উদ্ধারকৃত ছানাটিকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণের পর প্রাকৃতিক আবাসে অবমুক্ত করার চেষ্টা করা হয়। তবে বনাঞ্চলে ছেড়ে দেওয়ার পর ছানাটি বারবার লোকালয়ের দিকে ফিরে আসে। ধারণা করা হচ্ছে, এটি কয়েকদিন মানুষের সান্নিধ্যে থাকায় কিছুটা পোষ মানে ফেলেছে অথবা ভয় পেয়ে জঙ্গলে ফিরতে চাইছে না।”
তিনি আরও বলেন, আপাতত সজারুর ছানাটি মধুটিলা রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বন্যপ্রাণীর লোকালয়ে প্রবেশ এবং মানুষের ঘনিষ্ঠতা খোঁজার প্রবণতা প্রমাণ করে যে বনাঞ্চলে খাদ্যসংকট ও নিরাপত্তাহীনতা বাড়ছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
মতামত