আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের শোক দিবসেই ইসরায়েলের হামলায় প্রাণ গেল ১৪৩ জন ফিলিস্তিনির

প্রিন্ট
ফিলিস্তিনিদের শোক দিবসেই ইসরায়েলের হামলায় প্রাণ গেল ১৪৩ জন ফিলিস্তিনির

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৬ মে ২০২৫, দুপুর ১২:৪০

আল জাজিরাকে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের একের পর এক হামলায় অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।


বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি চিকিৎসা ক্লিনিকে ইসরায়েলি হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, আল-তাওবাহ ক্লিনিকের উপরের তলায় রোগীরা “ছিন্নভিন্ন” হয়ে পড়ে ছিলেন। নিহত ১৩ জনের মধ্যে শিশুদেরও পাওয়া গেছে।

এই হামলাগুলো এমন দিনে চালানো হলো, যেদিন ছিল ‘নাকবা দিবস’-এর ৭৭তম বার্ষিকী—১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের এই দিনটি স্মরণে পালিত হয়।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের জন্মভূমি থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়। তাদের ঘরবাড়ি, জমি ও সম্পত্তি দখল করে নেওয়া হয়। এই জাতিগত নির্মূল ও উদ্বাস্তু হওয়ার ঘটনাকেই “নাকবা” বলা হয়।