ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি চিকিৎসা ক্লিনিকে ইসরায়েলি হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, আল-তাওবাহ ক্লিনিকের উপরের তলায় রোগীরা “ছিন্নভিন্ন” হয়ে পড়ে ছিলেন। নিহত ১৩ জনের মধ্যে শিশুদেরও পাওয়া গেছে।
এই হামলাগুলো এমন দিনে চালানো হলো, যেদিন ছিল ‘নাকবা দিবস’-এর ৭৭তম বার্ষিকী—১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের এই দিনটি স্মরণে পালিত হয়।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের জন্মভূমি থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়। তাদের ঘরবাড়ি, জমি ও সম্পত্তি দখল করে নেওয়া হয়। এই জাতিগত নির্মূল ও উদ্বাস্তু হওয়ার ঘটনাকেই “নাকবা” বলা হয়।
মতামত