সারাদেশ

ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রিন্ট
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৫ মে ২০২৫, সন্ধ্যা ৭:০৬

ঝালকাঠি পৌরসভার পালবাড়ি রোডে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ মে) রাত ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিটের মধ্যে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের পালবাড়ি রোডের বাসিন্দা মোঃ তুহিন হাওলাদার (৩৮) এবং দিপ্ত চন্দ্র বিশ্বাস (২৬)। তারা দু’জনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পালবাড়ি রোডের তুহিন হাওলাদারের বসতঘরে অভিযান চালায়। অভিযানের সময় তুহিন হাওলাদারের জিন্স প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস এবং দিপ্ত চন্দ্র বিশ্বাসের বাম পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝালকাঠি ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলের লক্ষ্যে জেলায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।