শিক্ষাঙ্গন

কুবিতে হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

প্রিন্ট
কুবিতে হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৫ মে ২০২৫, দুপুর ২:৪০ আপডেট : ১৫ মে ২০২৫, বিকাল ৩:৩০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ উদ্যোগে \\\'আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন ২০২৫\\\' আয়োজন করা হবে।   বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তনে আগামী ১৬ ও ১৭ মে এই সম্মেলনে অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (১৫ মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাল, মোহাম্মদ মশিউর রহমান, ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান ও মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

এই সম্মেলনে দেশ ও বিদেশের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ, আন্তঃবিভাগীয় গবেষক, ঐতিহ্য সংরক্ষণবিদ এবং নবীন গবেষকরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অনিল কুমার। সম্মেলনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের চেয়্যারমান ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন ও সম্মেলনের আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন পারস্পারিক একাডেমিক কাজের আলাপ, আন্তঃবিভাগীয় সংলাপ এবং প্রত্নতাত্ত্বিক জ্ঞানের প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা প্রত্নতাত্ত্বিক গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।"