ছবি : ঢাকা ইনসাইটস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) একটি নতুন কমিটি ঘোষণা করেছে, যেখানে কয়েকজন আওয়ামীপন্থি শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন। এই কমিটিকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর নেতৃত্বে একদল নেতাকর্মী শিক্ষক মিলনায়তনে উপস্থিত হয়ে নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া জানান।
জানা গেছে, ইউট্যাবের নবঘোষিত ১৫ সদস্যের কমিটির অন্তর্ভুক্ত ছয়জন শিক্ষক অতীতে আওয়ামীপন্থি বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা হলেন সহ-সভাপতি ড. শাহাদাৎ হোসেন ও মো. জুলহাস উদ্দিন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মো. আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন। মাহিন উদ্দিন পূর্বে বঙ্গবন্ধু পরিষদ ও নীল দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
এই বিষয়ে সাইফুল ইসলাম ফেসবুক পোস্টে বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাতে গোনা ৪-৫ জন শিক্ষক ছাড়া আর কাউকে কখনো সাদা দলের রাজনীতিতে সক্রিয় হতে দেখিনি। বেশিরভাগই নীল দল বা বঙ্গবন্ধু পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন সেই নির্দিষ্ট কোরামের লোকদের দিয়ে ইউট্যাব কমিটি গঠন করে একটি পক্ষকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা কী বার্তা বহন করে?”
তিনি আরও মন্তব্য করেন, “যারা একসময় শিবির বা ছাত্রলীগের ছায়ায় ছিলেন, আজ তারাই বিতর্কিত কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছেন।”
এ বিষয়ে ইউট্যাব কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “আমরা কেন্দ্র থেকে সব কমিটি সরাসরি তদারকি করতে পারি না। স্থানীয় নেতাদের সুপারিশের ভিত্তিতেই কুবি শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।”
ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি কাউকে বরণ করে নিইনি, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল। আমাদের তথ্য মতে কমিটিতে আওয়ামী ঘরানার কেউ নেই।”
অন্যদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “এটি শিক্ষক পেশাজীবী সংগঠন। কে কবে কোথায় ছিলেন সেটা কেন্দ্রীয় ইউট্যাব ভালো বলতে পারবে। তবে নতুন কমিটিকে আমরা স্বাগত জানিয়েছি।”
মতামত