শিক্ষাঙ্গন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ কে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রিন্ট
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ কে দায়িত্ব থেকে অব্যাহতি

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৩ মে ২০২৫, রাত ৯:৫২ আপডেট : ১৩ মে ২০২৫, রাত ৯:৫৩

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য কে টানা ২৮ দিনের আন্দোলন ও সুদীর্ঘ ২৪ ঘণ্টা শিক্ষার্থীদের অনশনের জেরে বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় উপাচার্য ড. শুচিতা শরমিন কে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ. এস. এম, কাসেম ঢাকা ইনসাইট কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হবে। 

এ.এস এম কাসেম, সিনিয়র সহকারী সচিব এর স্বাক্ষরে এক প্রজ্ঞাপনে বলা হয়,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(২) ধারা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২৩.০৯.২০১৪ তারিখের ৩৭,০০,০০০০,০৭৯,২৫,১৯১,১১-২৯২ নম্বর প্রজ্ঞাপনের (৩) নং শর্তানুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. শুচিতা শরমিন, অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতিপূর্বক তার মূলপদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।

উক্ত প্রজ্ঞাপণে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অনস্বার্থে এ আদেশ জারি করা হলো।