সারাদেশ

এলেঙ্গা হাইওয়ে পুলিশের নেতৃত্ব চুরি হওয়া এক লক্ষ টাকা উদ্ধার

প্রিন্ট
এলেঙ্গা হাইওয়ে পুলিশের নেতৃত্ব চুরি হওয়া এক লক্ষ টাকা উদ্ধার

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৩ মে ২০২৫, সন্ধ্যা ৭:৫৪ আপডেট : ১৩ মে ২০২৫, সন্ধ্যা ৭:৫৬

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে আজ রাতে(১৩ মে,২০২৫) চোরসহ চুরাইকৃত এক লক্ষ টাকা উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ। 

সুত্রে জানা যায়, ঢাকা- উত্তরবঙ্গগামী বিআর সুপার পরিবহন( ঢাকা মেট্র ব-১৪-১৪৯৪) বাসের একজন যাত্রী কাপড় ব্যাবসায়ী ৯৯৯ কল করে জানায় গাড়িতে উঠার পর তাহার এক লক্ষ টাকার একটি বান্ডেল চুরি হয়েছে। ৯৯৯ -এ সংবাদ পেয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ঢাকা-টাঙ্গাইল -যমুনাসেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে উক্ত গাড়িটি নিয়ন্ত্রণে নেয়।

পরে পুলিশ উক্ত বাসের সকল যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু বাদল (১৪) টাকা চুরির কথা স্বীকার করে। জানা যায় বাদল(১৪) এর বাড়ি নওগা জেলায়। পরে উদ্ধারকৃত টাকা ও আসামি কে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এবিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি বলেন, আমরা ৯৯৯ এ কল পেয়ে সর্বোচ্চ চেষ্টা করে চুরাইকৃত এক লক্ষ টাকা উদ্ধার করেছি। আসামি বাদল(১৪) ও উদ্ধারকৃত টাকা কালিহাতী থানায় হস্তান্তর করেছি।