ছবি : ঢাকা ইনসাইটস
বাঙালির ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে "তারুণ্যের বৈশাখ ১৪৩২" অনুষ্ঠিত হয়েছে।১৩মে (মঙ্গলবার) মিরপুরস্থ শহীদ মোয়াজ্জেম হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন কমোডর নিয়ামুল হাসান অনুষ্ঠানটির উদ্বোধন করেন।এসময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ হয়ে উঠে।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যােগে বাংলার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এমন শিল্পের সমোরোহে চারপাশ সাজানো হয়।এসময় ক্লাবটির উদ্যােগে শিক্ষার্থীরা একের পর এক বিভিন্ন নাচ,গান ও অভিনয়ের মাধ্যমে সকলকে মাতিয়ে রাখেন।
এছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের জন্য হাঁড়ি ভাঙ্গা,বিস্কুট দৌড়,মোরগ লড়াইসহ বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পিঠাপুলি,কসমেটিকস,চিত্রাঙ্কন,বইয়ের স্টলসহ বিভিন্ন স্টল দেওয়া হয়।এসময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব খেলায়,স্টলে অংশগ্রহণ ও ভিড় জমায়।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী বলেন,তারুণ্যের বৈশাখ বাংলার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে।এর ফলে যেমন বাংলার আবহমান সংস্কৃতি ফুটে উঠে তেমনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হয়।আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন আয়োজন অব্যাহত রাখবে।
অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়টির কালচারাল ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম আশিক বলেন,এমন আয়োজন যেমন সবাইকে উৎফুল্ল রাখে তেমনি বাঙালির কালচারকে জানতে সাহায্য করে।অন্যান্য ক্লাবকে সঙ্গে নিয়ে কালচারাল ক্লাব সবসময় এমন আয়োজন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
মতামত