ছবি : ঢাকা ইনসাইটস
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আমিনুল ইসলাম সিফাতকে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) ভোররাতে পুলিশের বিশেষ অভিযানে সিফাতকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম সিফাতের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি ২ নম্বর আসামী। এ মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তিনি দলীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম সিফাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মতামত