ছবি : ঢাকা ইনসাইটস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন উপলক্ষ্যে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চবির পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।
সোমবার (১২ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
ক্লিন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন গ্রীন ভয়েস এর উপদেষ্টা অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, গ্রীন ভয়েস এর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্যরা।
বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে স্লোগান'কে সামনে রেখে ২০০৫ সালে প্রতিষ্ঠা লাভ করে বর্তমান সময় পর্যন্ত পরিবেশ নিয়ে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসের জারুলতলা ও কলা ঝুপড়িতে পরিষ্কার অভিযান, পাশাপাশি শিক্ষার্থী এবং আশেপাশের দোকান মালিকদের সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন গ্রীন ভয়েস এর কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, লোকাল গভার্নমেন্টকে সাথে নিয়ে ক্যাম্পাসে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করবেন। তিনি আরো বলেন, গ্রীন ভয়েসকে সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে।
উপদেষ্টা ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, গ্রীন ভয়েস শুধু নির্দিষ্ট জায়গায় আবর্জনা পরিষ্কার নয় বরং প্রত্যেক শিক্ষার্থীর মননে যে আবর্জনা সেগুলোও পরিচ্ছন্ন করেছে।
মতামত