কুড়িগ্রাম উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাই ইব্রাহিম আলী (১২)ও ইমরান হোসেন( ৮) এর মরা দেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ১২- মে সকাল ছয়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নে পালেরঘাট এলাকা থেকে তাদের মরা দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান।
এর আগে শনিবার ১০ মে দুপুর ৩ টার দিকে বুড়াবুড়ি ইউনিয়নের চর জলঙ্গারখুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় এই দুই সহোদর।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবড়ি দল এবং স্থানীয়রা অভিযান চালালেও তাদের সন্ধান পাওয়া যায়নি। দুইদিন পর নিখোঁজের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে পালেরঘাট এলাকায় মরা দেহ দুটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা তা উদ্ধার করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহতদের মরা দেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
মতামত