সারাদেশ

তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে নৌপুলিশের অভিযান; আটক ৩ জেলে

প্রিন্ট
তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে নৌপুলিশের অভিযান; আটক ৩ জেলে

ছবি : ছবি: ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১১ মে ২০২৫, সকাল ৭:০০

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান চালিয়ে তিনজন জেলেকে আটক করেছে নৌপুলিশ। শনিবার (১০ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলার ও ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘূর্ণী গ্রামের আবদুল মতলব রাড়ির ছেলে মিজানুর রহমান (৪৬), আলী আকবর আকনের ছেলে সাইফুল ইসলাম (২৪) এবং খালেক ফরাজির ছেলে মনির ফরাজি (৪২)।

নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় নৌপুলিশের একটি টিম অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই) আহাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনজন জেলেকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুটি ইঞ্জিনচালিত ট্রলার ও বিশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস জানান, অবৈধ উপায়ে নদীতে মাছ শিকারের বিরুদ্ধে নৌপুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।