আওয়ামীলীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে মশাল মিছিল বের করেন।
বিক্ষোভ মিছিলটি ঢাকা কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান দেন।
আইন বিভাগের সিরাজুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যে ঘোষণাপত্র আছে তা রূপরেখার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই আমাদের যে ঘোষণাপত্র দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে বিচারের আওতায় আনুন। একটা রাজনৈতিক দল দেশে রাজনীতি করার যে নৈতিক অধিকার রয়েছে তা আওয়ামী লীগ হারিয়েছে ।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেঁজুতি বলেন, আমাদের আজকের মশাল মিছিলের উদ্দেশ্য ছিলো আওয়ামীলীগের নিষিদ্ধকরণের দাবিতে। আওয়ামিলীগ বাংলাদেশে নানা ধরনের অপকর্ম করেছে, দেশের ক্ষতিসাধন করেছে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা মশাল মিছিল করেছি। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থী হিসেবে একটাই দাবি আমাদের আশেপাশের জনগনের থেকে এবং প্রধান উপদেষ্টার কাছেও আমাদের দাবি আওয়ামিলীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে নির্মূল করার ক্ষেত্রে এবং নিষিদ্ধকরণের ক্ষেত্রে তারা যেন অঙ্গীকারবদ্ধ হয়। আওয়ামিলীগ দলটাকে যদি তারা নিষিদ্ধ না করে, এই সুযোগটাকে পরবর্তীতে অন্য কোনো দল নিবে। যা আমরা কোনোভাবেই চাইনা। একারনেই আজকে মশাল মিছিল করেছি।
রসায়ন বিভাগের শিক্ষার্থী ইমরান আল আমীন বলেন, আজকে আমাদের মশাল মিছিল ছিলো আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নিষিদ্ধকরণের দাবিতে। আজকে আমরা সুষ্ঠুভাবে আজকের কর্মসূচি পালন করেছি। পরবর্তীতে আওয়ামিলীগগের নিষিদ্ধকরণের দবিতে কোনো কর্মসূচী থাকলে তা পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শিক্ষার্থী সিরাজুল ইসলাম এর সঞ্চালনা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের মমিনুল ইসলাম রানা, রসায়ন বিভাগের ইমরান আল আমীন, ইংরেজি বিভাগের শর্মিলা জামান সেঁজুতি , ফাইন্যান্স বিভাগের আলিম রেজা, ম্যানেজমেন্ট বিভাগের হাসিবুর রহমান শেখ, মার্কেটিং বিভাগের সজিব সৌরভ , রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হায়দার আলী প্রমুখ।
মতামত