শিক্ষাঙ্গন

কুবিতে 'বিজভেঞ্চার' এ চ্যাম্পিয়ন 'টিম প্যানিক অ্যাটাক'

প্রিন্ট
কুবিতে 'বিজভেঞ্চার' এ চ্যাম্পিয়ন 'টিম প্যানিক অ্যাটাক'

প্রকাশিত : ১০ মে ২০২৫, রাত ১১:৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা 'বিজভেঞ্চার' -২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে 'টিম প্যানিক অ্যাটাক' এবং রানারআপ হয়েছে 'কোড ব্রেকারস' ও তৃতীয় হয়েছে 'নো মিনিটস লেফট'। 

শনিবার ( ১০ মে) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়াম এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান শুরু হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬ টি দল অংশ নেয়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অধ্যায়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে ২৪৮ টি টিম রেজিস্ট্রেশন করে। পরবর্তীতে দুটি ধাপে বাছাই প্রক্রিয়া শেষে ছয়টি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়। দলগুলো হলো- নো মিনিটস লেফট, প্যানিক অ্যাটাক, টিম ইউরেকা, টিম টপ গান, কোড ব্রেকারস ও ওমেরটা।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হাছিন মাহতাব মাহিন এর  সঞ্চালনায় অনুষ্ঠানে   বিচারকের দায়িত্ব পালন করেন সামান- এর চিফ অপারেটিং অফিসার আজম খান, ডিআইভিসি-এর হেড অব কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান ও বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর লেকচারার ইয়াকুব আলী শাকিল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কনটেন্ট ক্রিয়েটর মাশফিক এনাম তূর্য।

উল্লেখ্য, প্রতিযোগিতার শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশনা করে জনপ্রিয় ব্যান্ড দল ‘আনকোর’।