সারাদেশ

ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র-জনতার অবস্থান

প্রিন্ট
ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র-জনতার অবস্থান

ছবি : ছবি: সংগৃহিত


প্রকাশিত : ১০ মে ২০২৫, রাত ৯:৫০

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। শনিবার (১০ মে) রাত পৌনে ৯টার দিকে তারা এ অবস্থান নিতে শুরু করে।


এর ঘণ্টাখানেক আগে আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারকে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

রাত পৌনে ৯টার দিকে হাসনাত আবদুল্লাহ বলেন, যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি। তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা।

এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা ছাত্র-জনতা শাহবাগ মোড় ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা দিয়েছে। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের সামনে বসে পড়ে তারা।

এর আগে এক ঘণ্টা সময় বেঁধে দিয়ে হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি এই সময়ের ভেতর ঘোষণা না আসে তাহলে ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলামোটর অবধি দখল করে নেবে ছাত্র-জনতা।

যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি আমার কণ্ঠরোধ করতে চায়, তবুও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন এনসিপির এ নেতা।