শিক্ষাঙ্গন

হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-রাবি’র স্ক্যাবিস সচেতনতা ক্যাম্পেইন

প্রিন্ট
হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-রাবি’র স্ক্যাবিস সচেতনতা ক্যাম্পেইন

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১০ মে ২০২৫, রাত ৯:৪৬ আপডেট : ১০ মে ২০২৫, রাত ১১:৪৫

স্কাবিস একটি ছোঁয়াচে রোগ। বেশ কয়েকদিন ধরেই রাজশাহী বিশ্ববিদ্যলয়ে (রাবি) বেড়েছে স্ক্যাবিস এর সংক্রমন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতায় লিফলেট বিতরন ও সচেতনতা মূলক ক্যাম্পেইনের আয়জন করে বিশ্ববিদ্যালয়ের হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন 

গতকাল শুক্রবার (৯ মে) সংগঠনটির মাসিক মিটিং শেষে ”সচেতনতা থেকেই প্রতিরোধ” মূলমন্ত্রকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করে। ক্যাম্পেইনটি প্রশাসন ভবন, প্যারিস রোড, ইবলিশ চত্বর, টুকিটাকি হয়ে পরিবহনে গিয়ে শেষ করে। 

এই বিষয়ে আহ্বায়ক মো: আরিফুল ইসলাম বলেন, হেল্থ এন্ড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য ও খাদ্য নিয়ে কাজ করছে। আমাদের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক জীবনযাপন ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ থাকা। আমরা রোগ প্রতিরোধে কাজ করে যাচ্ছি। সামনে আপনারা এই ধরণের সচেতনতামূলক কার্যক্রম আরো দেখবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

এই সময় প্রায় ২০০ লিফলেট বিতরণ করা হয় এবং প্রায় ৫০০ মানুষের কাছে সচেতনতামূলক কথা বলা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠন আহ্বায়ক মো: আরিফুল ইসলাম, যুগ্ম - আহ্বায়ক আশিকুর রহমান অন্তর, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ সহ প্রায় ২০ জন সদস্য নিয়ে কার্যক্রমটি পরিচালনা করা হয়।