সারাদেশ

কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযান : জরিমানা ১ লাখ ৫০ হাজার

প্রিন্ট
কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযান : জরিমানা ১ লাখ ৫০ হাজার

ছবি : ছবি: ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১০ মে ২০২৫, সন্ধ্যা ৭:৪১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা  পউলী ব্রিজ সংলগ্ন ঘাট ও বিনোদলহুরিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু বিক্রির  অভিযোগে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। শনিবার (১০ মে) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলা এই অভিযানে তিনটি বালুবাহী ট্রাক জব্দ ও একইসঙ্গে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালিহাতী সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিহাতী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ইসতিয়াকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম এই অভিযানে অংশ নেয়। এসময় সহকারী কমিশনার (ভূমি)  সিফাত বিন সাদেক উপস্থিত ছিলেন। অভিযানের সময় বালু বিক্রির কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ  ও চারজনকে  করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।