সারাদেশ

ঝিনাইদহে ট্রলির ধাক্কায় দুই মাসের শিশু নিহত, মা হাসপাতালে

প্রিন্ট
ঝিনাইদহে ট্রলির ধাক্কায় দুই মাসের শিশু নিহত, মা হাসপাতালে

ছবি : ছবি: ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১০ মে ২০২৫, সন্ধ্যা ৭:০৪

ঝিনাইদহে ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে রুহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, সাথী খাতুন তার বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে শিশু সন্তানসহ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চারাতলা বাজারে কাছাকাছি পৌছলে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু রুহুল আমিন সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা সাথী খাতুন ও তার শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আইভি জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি এমএ রউফ খান বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।