ছবি : ছবি: সংগৃহিত
দেশ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
আকরাম হোসেন জানান, ঘটনার দিন রাতে তার পরিবারসহ নিজস্ব গাড়ীতে বেড়াতে বের হয়। এ সময় তার গাড়ীতে গ্যাস নেওয়ার জন্য হাসান সিএনজি ফিলিং স্টেশনে যান। তিনি গাড়ী থেকে নেমে গ্যাসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকেন। এসময় কতিপয় মুখোশধারী দূর্বৃত্ত এসে আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালায়।
এক পর্যায়ে দূর্বৃত্তরা আকরাম হোসেনকে লক্ষ্য করে চাপাতি দিয়ে কুপ মারিলে আল্লাহর অশেষ রহমতে তা লক্ষ্য ভ্রষ্ট হয়ে তার গাড়ীতে লাগে। এতে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পায় আকরাম হোসেন। এই সময় আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে এগিয়ে আসলে দূর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে আকরাম হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাব্যাপী বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদকিদের মধ্যে নিন্দার ঝড় উঠে। সাংবাদিকদের দাবি অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হউক। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অতি তারাতারি দূর্বৃত্তদের গ্রেপ্তার করা হবে।
মতামত