ছবি : ছবি: ঢাকা ইনসাইটস
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম প্রযুক্তিনির্ভর আয়োজন বাংলাদেশ এআই সামিট ২০২৫। আকিজ রিসোর্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় এবং ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগিতায় এই আয়োজনে আয়োজন করা হয় জাতীয় এআই হ্যাকাথনের, যেখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের টিম গ্লাইডার্স তাদের উদ্ভাবনী সমাধানের মাধ্যমে "সিটি প্রবলেমস – ট্রাফিক কনজেশন, বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার" ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ-এর এই ফ্ল্যাগশিপ উদ্যোগটি এআই প্রযুক্তির মাধ্যমে বাস্তব জীবনের সামাজিক ও নগরায়ণ সমস্যার কার্যকর সমাধানকে উৎসাহিত করতে আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের সৃজনশীল সমাধান উপস্থাপন করেন।
টিম গ্লাইডার্স নগর জীবনের জটিল সমস্যাগুলোর উপর ভিত্তি করে একটি কার্যকর ও বাস্তবভিত্তিক এআই সমাধান উপস্থাপন করে বিচারকদের মন জয় করে নেয়। দলটির সদস্যরা হলেন:ফাহিম বিন জামান, শামসুল ইসলাম ফাহিম, উম্মে হানি পুনম, রেবেকা সুলতানা অর্চি এবং আলভী আহনাফ ।
তাদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং দলগত প্রচেষ্টার ফলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে আয়োজকরা মন্তব্য করেন। এই ধরনের প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা তরুণদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করবে এবং দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মতামত