ছবি : ফাইল ছবি
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে চালানো ভারতের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে গর্জে উঠেছেন মাহিরা-হানিয়া।
প্রতিবাদ করে ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিরা লিখেছেন, ‘প্রকৃত অর্থেই কাপুরুষোচিত হামলা! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। আমিন।’ অন্যদিকে বেশি কতাহ খরচ করেননি হানিয়া। একশব্দে ভারতের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে হানিয়া লিখেছেন, ‘কাপুরুষোচিত’।
এদিকে কিছুদিন আগে কাশ্মীরে হামলা নিয়েও সোশ্যাল হ্যান্ডেলে সরব হয়েছিলেন মাহিরা। তিনি লিখেছিলেন, ‘বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনোরকম হিংসার ঘটনা ঘটানো কাপুরুষোচিত কাজ ছাড়া আর কিছুই নয়! পহেলগাঁও কাণ্ডে যারা ভুক্তভোগী, তাদের সকলের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’যদিও সে পোস্ট বেশিক্ষণ রাখতে পারেননি মাহিরা। নেটিজেনদের কটাক্ষে মুছে দিয়েছিলেন।
মতামত