ছবি : ঢাকা ইনসাইটস
ঝিনাইদহে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে পোস্ট দেওয়ায় এম এ সাঈদ ওরফে জ্যোতিষ সাঈদ (৬৫) নামের এক কথিত জ্যোতিষীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোররাতে ঢাকা জেলার সাভারের জামসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাঈদ ঝিনাইদহ সদর পৌরসভার কাঞ্চনপুর উত্তরপাড়ার মৃত শফি উদ্দিনের ছেলে।
সোমবার বিকেলে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ মে সাঈদ তার ফেসবুকে ইসলাম ধর্মবিদ্বেষী পোস্ট করেন। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার এই পোস্ট মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং এতে ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় ধর্মীয় নেতারা তার কার্যালয়ে ভাংচুর করেন এবং রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা অবিলম্বে সাঈদকে গ্রেফতারের দাবি জানান।
এ ঘটনার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান এবং সদর থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার এলাকা থেকে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে ইসমাইল হোসেন বেলালী নামের একজন মামলা দায়ের করলে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
মতামত