ছবি : ঢাকা ইনসাইটস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ( ৫ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই প্রশিক্ষণের আয়োজন করেছেন কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান কৃষিবিদ বোরহান উদ্দীন।
কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের প্রকারভেদ, ব্যবহার পদ্ধতি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ ।
উদ্যোক্তারা জানান, লাইব্রেরির মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি ছিল। লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরাও এ মহড়ায় অংশ নেন।
এই উদ্যোগ লাইব্রেরিয়ান বোরহান উদ্দীন সম্পর্কে বলেন, "লাইব্রেরিতে প্রায় ৪০ কোটি টাকার মূল্যবান পুস্তক ও গবেষণাসামগ্রী সংরক্ষিত থাকে। এছাড়াও ১৯৬২ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল পত্রিকার রেকর্ড দস্তাবেজ । তাই অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে।"
মতামত