রাজনীতি

হাসনাত আবদুল্লাহ’র গাড়িতে হামলা, আটক ৫৪

প্রিন্ট
হাসনাত আবদুল্লাহ’র গাড়িতে হামলা, আটক ৫৪

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ৫ মে ২০২৫, বিকাল ৪:৩২

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ।


রবিবার (৪ মে) রাতভর গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম।

আটক ২জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন হলেন– মো. নিজাম উদ্দিন ও মাসুম আহমদ (দিপু)।

নিজাম উদ্দিন গাজীপুর মহানগর ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা। এছাড়া মাসুম কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামে একটি সংগঠনের সভাপতি।

হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক।

সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি।

জাহিদুল হক বলেন, “হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে আটক করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে।”

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গাজীপুর, চান্দনা চৌরাস্তায় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকা ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় চার–পাঁচটি মোটরসাইকেলে করে এসে তাঁর গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় তিনি হাতে আঘাত পান এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়।