জাতীয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

প্রিন্ট
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

ছবি : ফাইল ছবি


প্রকাশিত : ৩ মে ২০২৫, দুপুর ১:৪৮

আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছরের ন্যায় এ বছরও বিশ্বব্যাপী মুক্ত গণমাধ্যম দিবস পালিত হবে। এ বছরের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের শ্লোগান‚ ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এ.আই এর প্রভাব’।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় এ দিনটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’র স্বীকৃতি প্রদান করে। এরপর থেকেই বিশ্বব্যাপী এ দিনটিকে পালন করে আসছেন গণমাধ্যম কর্মীরা।

এ দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতাকে মূল্যায়ন করা হয়। এ দিনটি পালনে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করতে সাংবাদিকদের ভূমিকা‚ সাংবাদিকতায় হস্তক্ষেপ প্রতিহত করার অঙ্গীকার ও সাহসী সাংবাদিকদের প্রতি সম্মাননা জানানো হয়।

বাংলাদশেও পালিত হচ্ছে এ দিনটি। এ দিনে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রেফ নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস’ শীর্ষক অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়াও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। 

তাছাড়াও ‘বাংলাদেশ আফটার দ্য মনসুন আপরাইজিং: দ্য মিডিয়া ল্যান্ডস্ক্যাপ’ শীর্ষক একটি সিম্পোজিয়াম আয়োজন করছে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। একইসাথে‚ ধানমন্ডিতে ইউনেস্কো ঢাকা অফিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত‚ এ দিবস উপলক্ষে প্যারিসভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ) প্রকাশিত ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২৫’-এ ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে ১৪৯তম স্থানে। গত বছর (২০২৪) বাংলাদেশ ছিল ১৬৫ নম্বরে। ফলে এক বছরে ১৬ ধাপ উন্নতি করেছে। এ বছর বাংলাদেশের স্কোর হয়েছে ৩৩ দশমিক ৭১, যেখানে ২০২৪ সালে ছিল ২৭ দশমিক ৬৪।