ছবি : সংগৃহীত
জমিতে ধান কাটতে গিয়ে নেত্রকোণার মোহনগঞ্জে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গোলাপ মিয়া তার বাবা ও ভাইদের নিয়ে দুপুরের দিকে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন। বেলা ২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে হঠাৎ বজ্রপাতে গোলাপ মিয়া ক্ষেতের মধ্যে লুটিয়ে পড়ে। এসময় সঙ্গে থাকা পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে গোলাপকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, লাশ দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মতামত