কবিতা

অতীতের আয়না

প্রিন্ট
অতীতের আয়না

প্রকাশিত : ২ মে ২০২৫, সকাল ৯:৩৭ আপডেট : ২ মে ২০২৫, সকাল ৯:৫৩

অতীতের আয়না

জাহিদুল ইসলাম


রঙিন দিন, হাসির খেলা, 

শৈশব ছিল পাখার মেলা। 

নির্ভাবনায় স্বপ্ন বুনা, 

ছিল না কোনো হিংসার কোণা। 


লুকোচুরি, মাঠের গান, 

আজও কাঁদায় আনমনা প্রাণ। 

হারিয়ে গেল সেই সোনালি ক্ষণ, 

রয়ে গেল স্মৃতির দহন। 


চলো গড়ি ঐক্যের পথ, 

ভালোবাসায় হোক জাগরণ। 

যেখানে শৈশব হারায় না, 

থাকে সে অমল মনন।