ছবি : ঢাকা ইনসাইটস
রুকন মিয়া (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নরসিংদী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
নিহত রুকন মিয়ার বাড়ি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে। সে মৃত: মোহাম্মদ আলীর ছেলে। জেলা কারাগার সূত্রে জানা গেছে রুকন মিয়া একটি যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী। সে বেশকিছু দিন যাবৎ ডায়াবেটিস এবং শ্বাস কষ্টে ভোগছিল। ঘটনার দিন রাতে সে মারাত্বকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের ভাই রুবেল জানান, রুকন একজন সুস্থ ও স্বাভাবিক ছিল, তার শুধুমাত্র ডায়াবেটিসের সমস্যা ছিল এছাড়া শারীরিক কোন সমস্যা ছিল না। রুকন গতকাল বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কিন্তু এই বিষয়টি সম্পর্কে আমাদের পরিবারের কাউকে কিছু জানানো হয়নি। তখনই আমার ভাই মারা যায়। বুধবার সকালে বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি যে আমার ভাই রুকন মিয়া মারা গেছে। আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সুরাহা করা হউক।
নরসিংদী জেলা কারাগারের দায়িত্বে নিয়োজিত জেল সুপার মো: শামীম ইকবাল জানান, রুকন নামে একজন সাজাপ্রাপ্ত বন্দি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ্য ছিলো। কারা হাসপাতালে একজন সহকারী সার্জনের অধীনে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সাথে সাথে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। তিনি আরো বলেন, পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতিতে নিহত রুকন এর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করার সময় তার আত্মীয়-স্বজনরা এসে পুলিশের নিকট থেকে জোরপূর্বক ফাইলপত্র ছুড়ে ফেলে দেয়।
নরসিংদীর জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: মিজানুর রহমান জানান মঙ্গলবার রাত সাড়ে ৮টার পরে নরসিংদী জেলা কারাগার থেকে আমাদের জেলা হাসপাতালে একজন কয়েদীকে মৃত অবস্থায় আমাদের কর্তব্যরত ডাক্তার জরুরী বিভাগে রিসিভ করে। তার গায়ে কোন আঘাতের চিহ্ন ছিলনা। সুরতহাল রিপোর্ট তৈরী করার পর তাকে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মতামত