রাজনীতি

শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজে বাধা ও হুমকি দেয়ার অভিযোগ

প্রিন্ট
শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজে বাধা ও হুমকি দেয়ার অভিযোগ

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, বিকাল ৪:২৯

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মামলার শুনানিতে প্রসিকিউশন পক্ষ এ অভিযোগ তোলে।


চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে জানান, শেখ হাসিনার একটি অডিও রেকর্ডে তাকে বলতে শোনা গেছে, "২২৬টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি।" তিনি জানান, রেকর্ডটির ফরেনসিক বিশ্লেষণে এ বক্তব্যের সত্যতা মিলেছে।

এর আগে প্রসিকিউশন দাবি করে, শেখ হাসিনার এমন একটি অডিও তাদের হাতে এসেছে। ট্রাইব্যুনাল তখন সেটির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ১৪৫ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযোগে ২৩টি মিস কেস দায়ের করা হয়েছে।