ছবি : ঢাকা ইনসাইটস
দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবি এবং গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চবি শাখা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়ায়টায় চাকসু কেন্দ্রের সামনে এক সংবাদ সম্মেলনে গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা পেশ ও দ্রুত চাকসু নির্বাচনের দাবি তোলে সংগঠনটি।
শাখা শিবিরের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এবং সংস্কার প্রস্তাবনা দিয়ে গঠনতন্ত্র পাঠ করেন শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী।
এসময় ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) এর গঠনতন্ত্রে বেশকিছু সংস্কার প্রস্তাব করেছে।
প্রস্তাবনায় চাকসু গঠনতন্ত্রে নারী অধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সহ একাধিক নতুন পদসৃষ্টি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদের একত্রীকরণ এবং পূর্বের কয়েকটি পদের বিলুপ্তি ও সম্পাদকদের কার্যাবলী নবায়ন সহ তিনজন নির্বাহী সদস্য রাখার প্রস্তাব করে।
মোহাম্মদ ইব্রাহিম বলেন, চব্বিশের ৫ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সর্বপ্রথম ২৪ দফা দাবির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে চাকসুর গঠনতন্ত্র সংস্কার ও নির্বাচনের দাবী জানিয়েছিল।
তিনি বলেন, আমরা প্রশাসনকে জুনের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছি। আমরা চাই প্রশাসন জুনের মধ্যেই চাকসু নির্বাচন কার্যকর করুক এবং ৫-১০ ই মে এর মধ্যে চাকসু রোডম্যাপ ঘোষণা করুক।
শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, ৯০ দশকের সাথে বর্তমানের আধুনিক এ যুগের অনেককিছুই যুগোপযোগী নয়। এজন্যই আমরা মনে করছি চাকসু গঠনতন্ত্র সংস্কার প্রয়োজন। যে কারণে আমরা চাকসুর গঠনতন্ত্রের যুগোপযোগী সংস্কার প্রস্তাব করছি।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মোরাদ ও চবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত