ছবি : ঢাকা ইনসাইটস
মাদক সেবনের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৪তম আবর্তন) শিক্ষার্থী তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল রাতে ১০৪ তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হলে সিদ্ধান্ত অনুযায়ী তাদের এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। একইসাথে, এই সময়ের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান এবং ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে কুবি প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত