শিক্ষাঙ্গন

ঢাকা পলিটেকনিকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা

প্রিন্ট
ঢাকা পলিটেকনিকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৫, বিকাল ৫:২৯

ছয় দফা দাবি আদায়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তারা ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন।


শিক্ষার্থীদের দাবি, ছয় দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি ভুল পথে হাঁটছে। সেজন্য তারা কমিটির ওপর আর আস্থা রাখতে চাইছেন না।

শিক্ষার্থীরা বলেন, ছয় দফা বাস্তবায়নে রূপরেখা তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ৮ সদস্যের একটি কমিটি গঠন করে। গত ২৭ এপ্রিল সেই কমিটির প্রথম সভা আয়োজন করা হয়। সেখানে যে আলোচনাগুলো হয়েছে তা থেকে প্রতীয়মান হয় যে, আমাদের ছয় দফা দাবিগুলো বাস্তবায়নে সঠিক পথে হাঁটছে না কমিটি। তারা ভুল পথে যাচ্ছে। সেজন্য আমরা এ কমিটির কার্যক্রমে হতাশ। সরকারের কাছে আমাদের দাবি হলো- অবিলম্বে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হোক।

সারাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোও একই কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে সব পলিটেকনিকে ‘শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলনের দফতর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আজ থেকে সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউন থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।