ছবি : ফাইল ছবি
নরসিংদীতে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটাপড়ে সেলিনা বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলববার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেইটের পাশে চিনিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম (৫০) নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী ও ৪ সন্তানের জননী।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: জহিরুল ইসলাম ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাটছিলেন সেলিনা বেগম।
এসময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নীচে কাটাপড়ে ক্ষতবিক্ষত হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে ওমর ইয়াসিন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনাময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক মো: জহিরুল ইসলাম বলেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মতামত