ছবি : সংগৃহীত
জামালপুরের ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে চলমান দাখিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান কেন্দ্র পরিদর্শনে গেলে দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা নিয়ম ভঙ্গ ও দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে ছয়জন শিক্ষককে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দায়িত্বে অবহেলা করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর আছে।
বহিষ্কৃত শিক্ষকদের নাম ও পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জানা গেছে, তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় শিক্ষকতা করেন।
উল্লেখ্য, চলতি বছর ইসলামপুর উপজেলায় মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে মোট ৪ হাজার ২২৭ জন পরীক্ষার্থী ১০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ এবং ভোকেশনালে ৫৪৮ জন শিক্ষার্থী রয়েছেন।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা ইউএনওর তাৎক্ষণিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।
মতামত