আন্তর্জাতিক

ভারত ছেড়ে চলে গেছে প্রায় সব পাকিস্তানি: রিপোর্ট

প্রিন্ট
ভারত ছেড়ে চলে গেছে প্রায় সব পাকিস্তানি: রিপোর্ট

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, বিকাল ৪:২৪ আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, বিকাল ৪:২৯

কাশ্মীরে সশস্ত্র হামলার ঘটনায় নয়াদিল্লির ভিসা বাতিলের সিদ্ধান্তের পর বাধ্য হয়ে প্রায় সব পাকিস্তানি নাগরিক ভারত দেশ ছেড়ে চলে গেছেন। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে দ্য হিন্দু সংবাদপত্র এ খবর জানিয়েছে।


প্রতিবেদন অনুসারে, ২৪ এপ্রিল থেকে ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক ভারতের পাঞ্জাব রাজ্যের আত্তারি চেকপয়েন্ট দিয়ে ভারত থেকে বেরিয়ে গেছেন। পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার জন্য ২৭ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার পরও ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ \'অভিযান\' যালিয়ে যাচ্ছে।

২৪ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে, তারা পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করছে এবং ২৭ এপ্রিল থেকে পূর্বে প্রদত্ত ভিসা বাতিল করা হয়েছে।

একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানি নাগরিকদের মেডিকেল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। তবে দীর্ঘমেয়াদী ভিসায় ভারতে বসবাসকারী পাকিস্তানি হিন্দু নাগরিকদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

রুশ বার্তা সংস্থা তাদের প্রতিবেদন অনুসারে, কাশ্মীরে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি কর্তৃপক্ষ দাবি করে, এই হামলায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল।

২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে সশস্ত্র ব্যক্তিরা মেশিনগান দিয়ে গুলি চালায়। যার ফলে ২৫ জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিক নিহত হয় এবং আরও অনেকে আহত হয়। আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলার পর ভারত ইসলামাবাদে তাদের দূতাবাসের কর্মী সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে আনে, ভারতে অবস্থিত পাকিস্তানি কূটনৈতিক মিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্চিত ঘোষণা করে এবং সীমান্তে গুরুত্বপূর্ণ আত্তারি চেকপয়েন্ট বন্ধ করে দেয়। ভারতীয় কর্তৃপক্ষ পানি বণ্টনের বিষয়ে ইসলামাবাদের সঙ্গে চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয়।