শিক্ষাঙ্গন

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা, বাকৃবি শিক্ষার্থীদের

প্রিন্ট
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা, বাকৃবি শিক্ষার্থীদের

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৫, রাত ১০:৩৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন। 

রবিবার(২৭ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তবে এই খবর লেখাকালীন সময়ে (রাত ৮টা ৫৭ মিনিট) ময়মনসিংহ থেকে ঢাকাগামী বা ঢাকা থেকে ময়মনসিংহগামী কোনো ট্রেন জব্বারের মোড় অতিক্রম করে নি। 

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা একটি র‍্যালি নিয়ে রাত ৮টায় প্রশাসনিক ভবন ঘুরে জব্বারের মোড় এলাকায় আসলে তারা রেলপথ অবরোধ করে রাখেন।

শিক্ষার্থীরা তাদের উপস্থাপিত ৮ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন।