ছবি : ফাইল ছবি
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইটটির। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে কার্গো ফ্লাইটের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, কার্গো ফ্লাইট চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরের নিরাপত্তা-ব্যবস্থা জোরদারকরণসহ কার্গো হ্যান্ডলিং, পণ্য সংরক্ষণ এবং দ্রুত ডকুমেন্টেশন ব্যবস্থার আধুনিকায়ন। তিনি জানান, কার্গো ফ্লাইটে কেবল পণ্য পরিবহণ করা হবে, কোনো যাত্রী থাকবে না।
পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘‘কার্গো ফ্লাইট চালুর ফলে বৃহত্তর সিলেট অঞ্চলের কৃষিপণ্য, মাছ, ফুলসহ বিভিন্ন পণ্য এখন সরাসরি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে। এতে এ অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে এবং রপ্তানি আয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।’’
তিনি আরও জানান, এত দিন সিলেটের পণ্য রপ্তানিকারকদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে হতো, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দিত। এখন থেকে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরা নিজ এলাকার বিমানবন্দর থেকেই পণ্য পাঠাতে পারবেন, ফলে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও দ্রুত এবং সুবিধাজনক হবে।
প্রসঙ্গত, নতুন কার্গো কমপ্লেক্সটিতে আধুনিক মানের কুল স্টোরেজ সুবিধা, দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে উন্নত স্ক্যানিং প্রযুক্তি স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের কার্গো অপারেশন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল অবকাঠামো ও জনবল প্রস্তুত রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন এই কার্গো ফ্লাইট চালুর মাধ্যমে সিলেটের ব্যবসা-বাণিজ্যে নতুন প্রাণ সঞ্চার হবে এবং আন্তর্জাতিক বাজারে সিলেটের সম্ভাবনাময় পণ্যের উপস্থিতি আরও দৃঢ় হবে।
মতামত