ছবি : সংগৃহীত
রোববার (২৭ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এসব তথ্য জানান। এর আগে শনিবার রাতে আশুলিয়ার সাধুপাড়া থেকে নিহতের স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত তানিয়া আক্তার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাঘানগর গ্রামের নুরুল হকের মেয়ে। অপরদিকে গ্রেপ্তারকৃত সোহাগ মোল্লা নওগাঁ সদর থানার খিদীপুর গ্রামের বাছের আলী মোল্লার ছেলে। তারা উভয়েই আশুলিয়ায় একটি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, তানিয়া বেগম আশুলিয়ার সাধুপাড়া এলাকায় স্বামী সোহাগকে নিয়ে বসবাস করছিলেন। তানিয়ার আগের ঘরেও একটি ছয় বছরের কন্যা সন্তান রয়েছে। তানিয়ার স্বামীও আগে বিয়ে করেছিলেন এবং তার সেই স্ত্রী রয়েছে। তানিয়া চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষযটি জানার পর থেকেই সোহাগ খুশি ছিলেন না। সে কারণে তানিয়া ও সোহাগের মধ্যে পারিবারিক কলহের সূত্রপাত ঘটে। পারিবারিক কলহ থেকে তানিয়াকে হত্যার পরিকল্পনা করে সোহাগ।
মতামত