ছবি : সংগৃহীত
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এটি (ড্রোন) এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সিআইডিকে এটা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিটকে এটি পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, কোথা থেকে কীভাবে এই ড্রোনটি এল, কারা পাঠিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র জানায়, আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনের মূল ভবনের পশ্চিম দিকে ১৫০ গজ সামনে বাগানে আমগাছের কাছে ঘাসের ওপর একটি ড্রোন পড়ে থাকতে পাওয়া যায়। সেখানে নিয়োজিত মালী সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান। তিনি সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ডিজিটাল ফরেনসিক টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
ড্রোনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘মেইড ইন চায়না’ লেখা। এর টেকঅফ ওজন ২৪৯ গ্রাম। ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল।
মতামত