সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়ানো বন্ধ ইস্যুতে তাদের আইনি নোটিশ টাঠানো হয়েছিলো। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সরকারকে একটি নোটিশ পাঠান।
ওই সংসাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আমার মক্কেলদের পাঠানো আগের লিগ্যাল নোটিশের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিম জারা তার বক্তব্য প্রকাশ করেছেন। আমার মক্কেলরা বক্তব্যটি গুরত্বের সঙ্গে অনুধাবন করেছেন। ডা. তাসনিম জারা তরুণ এবং প্রতিশ্রুতিশীল একজন মেধাবী ডাক্তার। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, তার ছবি এবং ভিডিও ব্যবহার করে অসংখ্য ফেক ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল খুলে অনেকেই প্রতারণা করছে, যেগুলো তার নিজের ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল নয়। তিনি দায়িত্বশীল জায়গা থেকে কাজ করেন।
এতে আরো বলা হয়েছে, ডা. তাসনিম জারার বক্তব্যে নোটিশ প্রেরকরা সন্তুষ্ট হওয়ায় নোটিশে রেফারেন্স হিসেবে উল্লেখিত ডা. তাসনিম জারার নামটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে ডা. তাসনিম জারা এবং ডা. জাহাঙ্গীর কবিরের নাম নোটিশে উল্লেখ থাকায় নোটিশ প্রেরকরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
মতামত