আন্তর্জাতিক

পাকিস্তানের লাহোর বিমানবন্দরে ভয়াবহ আগুন

প্রিন্ট
পাকিস্তানের লাহোর বিমানবন্দরে ভয়াবহ আগুন

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, দুপুর ১:৫৩

পাকিস্তানের লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


এ ঘটনার পর থেকে প্রায় সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর একটি বিমান লাহোর বিমানবন্দরে অবতরণ করছিল। সে সময় বিমানের টায়ারে আগুন ধরে যায়। 

আগুন নিয়ন্ত্রণে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর লোকজন কাজ শুরু করে। ঘটনার পর রানওয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, লাহোর বিমানবন্দরে দাউ দাই করে আগুন জ্বলছে। এ ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমন এক সময় পাকিস্তানের বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যখন প্রতিবেশী ভারতের সঙ্গে কাশ্মীরে হামলার ঘটনায় দেশটির যোদ্ধাবস্থা বিরাজ করছে।